নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “হিংসার শিকার মানুষদের কাছ থেকে একগুচ্ছ অভিযোগ পাচ্ছি। এবারই প্রথম নয়। গতবার ভোট পরবর্তী হিংসার শিকার ব্যক্তিরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন পুলিশ তাঁদের বাধা দিয়েছিল।
এই নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, কেউ যদি রাজ্যপালের সঙ্গে তাঁর আগাম অনুমতি নিয়ে দেখা করতে চান, তাহলে পুলিশ তাকে বাধা দেবে না। কিন্তু এবারও আমাকে বলা হয়েছে, পুলিশ তাই করেছে। এটা খুবই বিরক্তিকর। এ রাজ্যে হিংসা বেড়েই চলেছে। আমি হতাশ যে কিছু ক্ষেত্রে সহিংসতা সরকার দ্বারা সমর্থিত বা সূচিত হচ্ছে।”