নিজস্ব সংবাদদাতা: অবশেষে গ্রেফতার হল সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'আমি বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো থাকবে। এটাই গণতন্ত্র। আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু এটি করা হয়েছে। এটি প্রত্যেকের জন্য একটি শিক্ষা। এখন, আসুন আশা করি বাংলায় আইনানুগতার একটি নতুন ভোর ফিরে আসবে...আমি আনন্দিত যে ভালো কিছু ঘটছে'।