নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। এই বছর প্রথমবার রামনবমীতে ছুটি দেওয়া হল। শনিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ এপ্রিল রামনবমী উপলক্ষে 'পাবলিক হলিডে'। যেহেতু সরকারি ছুটি ফলে সরকারি স্কুল, কলেজ, অফিস এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ছুটি থাকবে সেদিন।