WEST BENGAL: ভোটে জেলায় জেলায় সরকারি ছুটি! দেখে নিন তালিকা

সাত দফা লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে রাজ্য সরকার ছুটি বেঁধে দিয়েছে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
holiday3

নিজস্ব সংবাদদাতা: সাত দফা লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে রাজ্য সরকার সংশ্লিষ্ট আসনে স্থানীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছে। রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়। ১৯, ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন সাত দফায় রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট হবে। ৭ মে ভগবানগোলা ও ১ জুন বরানগর এই দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। 

publive-image

১. রাজ্য পরিচালিত সরকারী অফিস, উদ্যোগী সংস্থা, কর্পোরেশন, বোর্ড, সংবিধিবদ্ধ ও স্থানীয় সংস্থা এবং সংসদীয় নির্বাচনী এলাকা এবং বিধানসভা আসনগুলির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট তারিখে বন্ধ রাখা হবে যাতে প্রতিটি কর্মচারী ভোট দিতে পারে। 
২. উত্তরবঙ্গের চা বাগান-সহ দোকান এবং বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান,  সংশ্লিষ্ট সংসদ ও বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি দেওয়া হবে। সংস্থা বেতন কাটতে পারবে না। 
৩. কোনও কর্মচারী সংশ্লিষ্ট সংসদীয় বা বিধানসভা কেন্দ্রের বাইরে কাজ করলে এবং ভোটগ্রহণের তারিখটি তার কর্মস্থলে ছুটি হিসাবে ঘোষণা না করা হলে সেই কর্মীকে সেই তারিখে ছুটির অনুমতি দিতে হবে। 

 tamacha4.jpeg