নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে জলপাইগুড়িতে যাবেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "একটি বিপর্যয়ের কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ জন মারা গেছে। বাকি দু'জনের অবস্থা গুরুতর। প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।"