নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার, ২০ জুন রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে। রাজভবনের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সোমবার একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মর্মাহত যে আপনি ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন।’ এই ধরনের অনুষ্ঠান না করার জন্য রাজ্যপালকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যপাল বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনে কথোপকথন হয় বলে চিঠিতে উল্লেখ করে তিনি বলেন, 'এই ধরনের অনুষ্ঠান কোনও আলোচনা ছাড়া, একক সিদ্ধান্তের ভিত্তিতে হবে না।'
মুখ্যমন্ত্রী চিঠিতে বলেন, "২০ জুন বাংলা ভাগ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারও সঙ্গে কোনও আলোচনা ছাড়া এই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছে। এটি অসাংবিধানিক সিদ্ধান্ত। আমরা এর বিরোধিতা করেছি।"
স্বাধীনতার পর থেকে আমরা পশ্চিমবঙ্গে এরকম কোনও প্রতিষ্ঠা দিবস পালন করিনি বলেও চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।