নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের আগে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট মধ্যবিত্তর ঠোঁটের কোণে হাসির ঝিলিক আনেনি। কারণ, তেমন উল্লেখযোগ্য ঘোষণা পাওয়া গেল না। তবে নারীর ক্ষমতায়ন এবং নারীশক্তির উপর জোর দিলেন নির্মলা সীতারমণ। নারী ক্ষমতায়ন গত দশ বছরে গতি পেয়েছে বলেই দাবি করেন। ‘লাখপতি দিদি’র লক্ষ্যমাত্রা ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করা হয়। এই প্রেক্ষাপটে আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। মমতা সরকারের এই বাজেটে কেন্দ্রের ‘লাখপতি দিদি’ বনাম রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডার’- এর লড়াই হবে। বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়তে পারে বলেই মনে করছেন কেউ কেউ। ‘মা-মাটি-মানুষে’র সরকার ক্ষমতায় আসার পর থেকে ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’- এর মতো প্রকল্প চলছে বাংলায়।