৮ তারিখ বাজেট! লোকসভা ভোটের আগে কোন চমক রাখবে মমতা সরকার?

কয়েক বছর আগে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরী করেছেন। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamataacm.jpg

নিজস্ব সংবাদদাতা: ৫ তারিখ শুরু হল বিধানসভার অধিবেশন। আর ৮ ফেব্রুয়ারি পেশ করা হতে পারে রাজ্য বাজেট। রাজ্যে একের পর এক জনমুখী প্রকল্প কার্যকর করছে সরকার। ছাত্রছাত্রী থেকে শুরু করে বাড়ির মহিলা, প্রায় সকলের জন্যই কোনও না কোনও প্রকল্প এনেছে রাজ্য। তার জন্য বিগত বাজেটগুলিতে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দও করা হয়। এবার সামনেই লোকসভা নির্বাচন। তাই আগে রাজ্যবাসীর জন্য নতুন কোনও খাতে অর্থ বরাদ্দ হয় কি না বা অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয় কি না, সেই দিকে তাকিয়ে রাজনৈতিকমহল থেকে সাধারণ মানুষ।

কয়েক বছর আগে একবার এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, '১২ কিলোমিটার ট্রেডমিলে হাঁটার জন্য লেগে যায় অন্তত ২ ঘণ্টা, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ট্রেডমিল করি। হাঁটতে হাঁটতেই খবরের কাগজ পড়ি, ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই তো বাজেট করেছি।'