মাধ্যমিক: অঙ্কে সবাইকে ফুল মার্কস! ঘোষণা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে আসবে প্রকাশ্যে বাংলায় এই নিয়ে যখন চিন্তিত পড়ুয়ারা ঠিক সেই সময়ে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। জেনে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
madhyamik

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) বিতর্ক তৈরি হয়েছিল অঙ্কের একটি প্রশ্নকে ঘিরে। এবার মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) ঘোষণা করল যে এই প্রশ্নে উত্তর লেখার চেষ্টা করলেই ফুল মার্কস (Full Marks) দেওয়া হবে। গণিতের (Mathematics) এক শিক্ষক জানিয়েছেন অঙ্কের ১০(২) নম্বরে প্রশ্ন করা হয়েছিল যে প্রমাণ করো বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এর সমাধান করা সম্ভব নয় বলে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। এর পরেই পর্ষদ জানায় যে কোনও পরীক্ষার্থী ওই প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করলে তাকে সম্পূর্ণ নম্বর দেওয়া হবে।