বড় খবর: ফের নজরে ৪৩,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ-নথি! শুরু জল্পনা

ফের প্রায় ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত নথি চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিবিআই তদন্তের জেরেই এই নথি চাওয়া হয়েছে। নিয়োগপত্র শিক্ষকদের নাম এবং টেট রোল নম্বরসহ একাধিক তথ্য পাঠাতে বলা হয়েছে। 

author-image
Anusmita Bhattacharya
New Update
tet

নিজস্ব সংবাদদাতা: ফের প্রায় ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ (Primary Teacher Recruitment) সংক্রান্ত নথি চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। সিবিআই (CBI) তদন্তের জেরেই এই নথি চাওয়া হয়েছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগে একাধিক অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে এখনও পর্যন্ত। অভিযোগ উঠছে, পরীক্ষা না দিয়ে আর সেই সঙ্গে সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। চলেছে টাকার খেলা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ জানায় যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছ থেকে চেয়েছে সিবিআই। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে (Primary School) নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদেরকে দিতে হবে এবং সেই প্রেক্ষিতেই সেই নথি তারা প্রায় ৪৩ হাজার শিক্ষকদের জমা দিতে বলেছে। টেট-২০১৪ এর ভিত্তিতে নিয়োগপত্র শিক্ষকদের নাম এবং টেট রোল নম্বরসহ একাধিক তথ্য পাঠাতে বলা হয়েছে। তবে কি এবার চাকরি বিভ্রাট দেখা দিলো ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের?