বিধানসভার বাইরে বিক্ষোভ! তৃণমূল নেতা কেন বিজেপির তালিকায়? সরব বিজেপি নেত্রী

বিধানসভার বাইরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন বিজেপি বিধায়করা। এবার বিশেষ প্রশ্ন তুলে সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

author-image
Probha Rani Das
New Update
agnimitrafg.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভার বাইরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন বিজেপি বিধায়করা।

agnimitrafg1.jpg

পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, “আজ আমরা বিধানসভায় আলোচনা করতে চেয়েছিলাম। বিরোধীদের বক্তব্য রাখার জন্য ৬০ মিনিট সময় দেওয়া হলেও বিজেপি স্পিকারের নামে সুমন কাঞ্জিলালের নাম অন্তর্ভুক্ত করা হয়।

agnimitraaw1.jpg

তিনি এমন এক নেতা যিনি একসময় বিজেপির অংশ ছিলেন কিন্তু পরে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল নেতার নাম কেন বিজেপির তালিকায় ঢুকল? আমরা এর প্রতিবাদ করেছি এবং স্পিকার আমাদের কথা শুনতে প্রস্তুত নন বিধানসভা বিরোধী দলের।” 

Adddd