নিজস্ব সংবাদদাতা: এই বছর ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির বিশেষ ভাবনায় স্থান পেয়েছে আনন্দধারা। প্রচন্ড গরমে যখন সাধারণ মানুষের হাসফাঁস অবস্থা তখন একটু বৃষ্টি এলে যেমন ক্ষণিকের আনন্দ বা স্বস্তি পায় মানুষ সেটাকেই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে, জানালেন সুস্মিত বড়ুয়া, সমিতির সহকারি সম্পাদক, গণমাধ্যম। সৃজন বা মূল ভাবনায় রয়েছেন রত্নদীপ প্রামাণিক। মৃৎশিল্পী সৌমেন পাল। সেলিব্রিটির চাকচিক্যে বিশ্বাস করে না ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি।
এই বছর প্যান্ডেলের বাজেট ধরা হয়েছে আনুমানিক ৯ লক্ষ টাকা। মণ্ডপসজ্জায় থাকবে বিশেষ চমক। প্যান্ডেলের ভেতর মূল ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে করা হবে বিশেষ সজ্জা।
চতুর্থীর দিন উদ্বোধন হবে এই পুজো মণ্ডপের।