নিজস্ব সংবাদদাতা: রাজ্যে শীতের আমেজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু-এক জেলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপের কারণে কি বাধা পাবে শীত?
হাওয়া অফিস বলছে, জাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। মঙ্গলবার থেকেই বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। তেমনই ইঙ্গিত দিয়েছে আইএমডি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। আর সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়।