ক্লাসরুমেই 'বিয়ের আসর', তদন্তে অধ্যাপিকার দাবি খারিজ

বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রিপোর্ট গেল রাজভবনে। আপাতত, ছুটিতেই থাকতে হচ্ছে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে। সরকারিভাবে না জেনে মন্তব্য নয়, দাবি অধ্যাপিকার।

author-image
Jaita Chowdhury
New Update
দসগদফহদ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ক্লাসরুমেই 'বিয়ের আসর'। পুলিশি তদন্তে খারিজ অধ্যাপিকার দাবি। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট 'নাটকের অংশ নয়, মজার নামে নোংরামি হয়েছে'। ম্যাকাউটের অন্তর্বর্তী উপাচার্যের কাছে জমা পড়ল রিপোর্ট।

উল্লেখ্য, বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রিপোর্ট গেল রাজভবনে। আপাতত, ছুটিতেই থাকতে হচ্ছে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে। সরকারিভাবে না জেনে মন্তব্য নয়, দাবি অধ্যাপিকার।