এবছর ঠান্ডা তো পড়েছে

শীতও চুরি হতে চলেছে বাংলায়। ভরা ডিসেম্বরে বড়দিনের সময়টাতেই উধাও হবে শীত। বাড়বে রাতের তাপমাত্রা। উত্তরের হাওয়া আটকে। এদিকে সাগরের হাওয়া ঢুকছে। পশ্চিমবঙ্গে একটানা শীত কোন বছরই পড়ে না। এবছর ঠান্ডা তো পড়েছে।

মেঘলা আকাশ থাকবে

পাঁচ সাত দিন ধরে বেশ ঠান্ডা ছিল। আগামী পাঁচ দিন এরকম ঠান্ডা থাকবে। তবে ২২ তারিখের পর থেকে একটু মেঘলা আকাশ থাকবে। টানা দুমাস কলকাতা কখনোই ঠান্ডা থাকে না। পশ্চিমী ঝঞ্ঝার উপর নির্ভর করে কলকাতার ঠান্ডা। ২২ তারিখের পর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। তখন মেঘলা আকাশ থাকবে।