শীতের আমেজেই খুশী থাকতে হবে! কবে থেকে পড়বে শীত

কবে থেকে পড়বে শীত? কী বলছে আবহাওয়া দফতর?

author-image
Tamalika Chakraborty
New Update
Winter


নিজস্ব সংবাদদাতা: শীত এখনও সেভাবে আসেনি। কিন্তু হালকা শীতের আমেজে খুশি বাঙালিরা। ইতিমধ্যে তুলে রাখা গরম পোশাক বের হয়ে গেছে আলমারি থেকে। অনেকেই সোয়েটার বা জ্যাকেট পরে বাইরে বেরিয়েছেন।  কিন্তু এই পরিস্থিতিতে বিশেষ আশার আলো দেখাচ্ছে না আবহাওয়া দফতর। 

winter purulia.jpg

আবহাওয়াবিদরা জানিয়েছেন,  উত্তুরে হাওয়ার জোর বাড়তেই কমেছে তাপমাত্রা, ফলে বাড়ল ঠান্ডার আমেজ। তবে এই পারদপতন সাময়িক। সোমবার থেকে ফের ধাক্কা খাবে ঠাণ্ডা। আবারও বাড়বে তাপমাত্রার পারদ। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণেই তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে।  পূর্বাভাস বলছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা নামতে পারে আরও বেশ কিছুটা। তখনই পড়বে আসল শীত। আপাতত সেই অপেক্ষাতেই থাকতে হবে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। রিপোর্ট বলছে, আগামিকাল, শনিবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। অর্থাৎ শনি-রবিবারের ছুটিতে শীতের আমেজ সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তেই পারেন। তবে এই আনন্দ বেশিদিনের নয়।