নিজস্ব সংবাদদাতা: বসন্তের বাতাস বইতে না বইতেই কলকাতা সহ একাধিক জেলায় বইছে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে দু-এক পশলা বৃষ্টি তো আছেই। বসন্তের মিঠে রোদকে আড়াল করে রাখছে মেঘের চাদর। জেলায় জেলায় এখন এই অবস্থা। বৃহস্পতিবার থেকেই যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তার পূর্বাভাস আগেই পাওয়া গেছিলো।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই জোলো হাওয়াই ভরা বসন্তে ভেজাচ্ছে জেলার পর জেলা।
আরও জানা গেছে যে, কোনও কোনও জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা।
বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। মহানগরীতে গত কাল সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
/anm-bengali/media/post_attachments/35335fcc537bbb02504acc4d48c7c774122f071ad646211fe97b8c21b46ca7e1.jpeg)
/anm-bengali/media/post_attachments/dee07a3993d4e1ff66e8a961316060f3cd6ea63ff1c0ca50376e1e22b93b0f90.jpeg)
/anm-bengali/media/post_attachments/7f4850a20be97cecfbba0b9150ebcd284eefd4ee88d9e8d440fbed43504c7557.jpeg)
/anm-bengali/media/post_attachments/13fe2d81bcdbe9e434363372a5223d6c8756e7091332de1b213fa0d539c50236.jpeg)