নিজস্ব সংবাদদাতা:শীতের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর দাবি করল যে চলতি সপ্তাহে কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। তবে ভারী বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। গত সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দেখা দিয়েছিল। এছাড়াও কলকাতাসহ জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে যেতে পারে। ফলেদেখাব দিতে পারে শীত।
হাওয়া অফিস বলছে যে আগামী ৬ ও ৭ ডিসেম্বর দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিঙে তুষারপাত হলেও হতে পারে।