নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গজুড়ে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে।
পুজোর কার্নিভালের দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার। সেদিন আবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও গোটা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাসহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
এদিকে গতকাল মানে রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা এককথায় বিদায় নিল এই বাংলা থেকে এবারের মতো। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়ে নিয়েছে রবিবারের দুপুরে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়।