নিজস্ব সংবাদদাতা: সামনেই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা আসছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে কালীপুজোর দিন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হলেও ভাইফোঁটায় আবহাওয়া পাল্টে যাবে। হাওয়া অফিস জানাচ্ছে যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ এক পশলা বৃষ্টি দেখা দিতে পারে।
তবে, কালীপুজোর দিন বৃষ্টি হলেও তার পরিমাণ থাকবে খুবই কম। এরপর শুক্র থেকে পশ্চিমের জেলা যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, এবং মুর্শিদাবাদের আকাশ মূলত পরিষ্কারই থাকবে বলে অনুমান। কলকাতা এবং সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতেও শনিবার থেকে শুষ্ক আবহাওয়া দেখা যাবে বলে জানা গেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় এক পশলা বৃষ্টি দেখা দিলেও, ধীরে ধীরে আর্দ্রতার পরিমাণ কমে গিয়ে আকাশ পরিষ্কার হবে।
উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ কালীপুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আকাশ প্রায় পরিষ্কারই থাকবে।