ঝিরঝির করে বৃষ্টি শুরু! প্রভা কোন কোন জেলায়? লেটেস্ট আপডেট এখানে

আবার আজ বৃষ্টি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Rain

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রাজ্যে শীতের আগমনের পথে ধাক্কা। শুধু তাই নয়, কয়েকটি জেলায় বৃষ্টিও হবে। ইতিমধ্যেই সকালে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় 'ফেনজল' ৩০ নভেম্বর রবিবার বিকেলে ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় হিসাবে কারইকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবেই মেঘলা আকাশ থাকবে শনিবার থেকেই। তাপমাত্রাও বেড়ে গিয়েছে। 

রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলের এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বেড়ে যেতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে কয়েকটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে কুয়াশা হবে বেশি। উপকূলের জেলাগুলি বাদ দিয়ে রাজ্যের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক।