বৃহস্পতি, শুক্রবারে বৃষ্টি? এবার চমকে দেওয়া আপডেট

বৃষ্টি বিদায় নিয়ে এবার শীত আসার সময় এসে গেছে। কিন্তু এর মধ্যেই এবার চমকে দেওয়ার মতো একটা আপডেট এল সামনে। তাড়াতাড়ি পড়ে ফেলুন নইলে বিপদে পড়তে পারেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain17

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শীত এবার এসে গেছে প্রায়। কড়া নাড়ছে দরজায়৷ দিনের দৈর্ঘ্য কমে যাচ্ছে। ভোরে ও রাতে ঠাণ্ডা হাওয়া মাঝে মাঝে গায়ে শিরশিরানি ধরাচ্ছে৷ এই পরিস্থিতিতে আবহাওয়ার অবাক করা এক আপডেট দিল আলিপুরের আবহাওয়া দফতর৷
 
এবার জানা গেল যে আগামী ১৫ দিন এই রাজ্যে সরাসরি শীত ঢুকে পড়ার কোনও লক্ষণ নেই৷ পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলেও এখনই শীত আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি৷ আগামী দিনে বেশ কিছুটা তাপমাত্রা বেড়ে যেতে পারে৷ অর্থাৎ শীতের আমেজ কিছুটা কেটে যাবে৷ উত্তর-পূর্বের হাওয়া বইছে এখন। আগামী ৪৮ ঘন্টা পর থেকে পূবের হাওয়া বইতে শুরু করবে। এর ফলে জলীয় বাষ্প ঢুকে যাবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে৷ কোথাও কোথাও মেঘলা আকাশ আর কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে৷ আগামী ৩/৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। সকাল আর সন্ধ্যায় শীতের আমেজ অনেকটাই কমে যাবে। বেলা বাড়লে সামান্য অস্বস্তি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা বৃষ্টি হবে। ওড়িশা সংলগ্ন জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামসহ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে দু-এক পশলা হালকা বৃষ্টি দেখা দিতে পারে।