নিজস্ব সংবাদদাতা: শীত এবার এসে গেছে প্রায়। কড়া নাড়ছে দরজায়৷ দিনের দৈর্ঘ্য কমে যাচ্ছে। ভোরে ও রাতে ঠাণ্ডা হাওয়া মাঝে মাঝে গায়ে শিরশিরানি ধরাচ্ছে৷ এই পরিস্থিতিতে আবহাওয়ার অবাক করা এক আপডেট দিল আলিপুরের আবহাওয়া দফতর৷
এবার জানা গেল যে আগামী ১৫ দিন এই রাজ্যে সরাসরি শীত ঢুকে পড়ার কোনও লক্ষণ নেই৷ পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলেও এখনই শীত আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি৷ আগামী দিনে বেশ কিছুটা তাপমাত্রা বেড়ে যেতে পারে৷ অর্থাৎ শীতের আমেজ কিছুটা কেটে যাবে৷ উত্তর-পূর্বের হাওয়া বইছে এখন। আগামী ৪৮ ঘন্টা পর থেকে পূবের হাওয়া বইতে শুরু করবে। এর ফলে জলীয় বাষ্প ঢুকে যাবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে৷ কোথাও কোথাও মেঘলা আকাশ আর কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে৷ আগামী ৩/৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। সকাল আর সন্ধ্যায় শীতের আমেজ অনেকটাই কমে যাবে। বেলা বাড়লে সামান্য অস্বস্তি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা বৃষ্টি হবে। ওড়িশা সংলগ্ন জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামসহ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে দু-এক পশলা হালকা বৃষ্টি দেখা দিতে পারে।