নিজস্ব সংবাদদাতা: দিন দুয়েক হল তাপমাত্রা বেড়েছে। সকাল থেকে আকাশ পরিষ্কার। হোলির মধ্যে আবার একেবারে ছুটির মেজাজ। রঙ নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলার মানুষ। কোথাও কোথাও চলছে বসন্ত উৎসব। সব আনন্দই মাটি হয়ে যেতে পারে। নামতে পারে অঝোরে বৃষ্টি।
/anm-bengali/media/media_files/Rv49nyovdZS5Dj3bRkDq.jpg)
অসমে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই সোমবার দোলেও বৃষ্টি হতে পারে। এরই মধ্যেই উত্তরবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি হল। উত্তরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। দক্ষিণের আট জেলায় সোমবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/LcZpM0PydiG4kqrD7RFc.jpg)
/anm-bengali/media/post_attachments/a1628f95a1bcec5a46ef942c8d0fa9cdf6fb6beec792c2d4d9d635b079337397.webp)
/anm-bengali/media/post_attachments/345e564501b11e80add3acd870deb8f72d6cb4ded688c13a374edb3ab2c159a9.jpeg)
/anm-bengali/media/post_attachments/6c5808e4bb2c51722a35b879fc05581c7fa863089615cb51257c8a5ce93d2f1e.jpeg)
/anm-bengali/media/post_attachments/55ba84fd526b9e64670f95f623dd9760f92bbb85c430596fdd4d8f989f9aec49.jpeg)