নিজস্ব সংবাদদাতা: শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেড়ে যেতে পারে। এর কারণ হল মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপচটি ধীরে ধীরে দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আর এর জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে।
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে শনি এবং রবিবার। রবিবার শহরে মেগা ইভেন্ট আছে শাসক দলের যা হল শহিদ সমাবেশ। সেখানে আবার এর মধ্যেই মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। তবে প্রতি বছরই ২১ জুলাই বৃষ্টি হতে দেখা যায়।