নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহের শুরুতেই আজ কলকাতা সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের আটটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সপ্তাহের মাঝামাঝি রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
এবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এই কারণে আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তাপমাত্রা নতুন সপ্তাহে পৌঁছতে পারে ৩৪ ডিগ্রিতে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকতে চলেছে। সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এদিন ও সোমবার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আগামী দিন চারেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা বাড়বে।