নিজস্ব সংবাদদাতা : দোল উৎসবের আর খুব বেশি দিন বাকি নেই। এর আগেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তি থাকলেও, দিনের তাপমাত্রা কোথাও কোথাও একটু কমে গেছে। আগামী দু'দিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে, প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে, বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এবং আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
/anm-bengali/media/media_files/6C22vgAzvhs99rgkteA4.jpg)
কলকাতায়, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। যদিও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশি এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে গেছে।তবে, আগামী দু'দিনে তেমন কোনো বড়সড় তাপমাত্রার ওঠানামা হবে না। শনিবার কলকাতা ও আশপাশের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
৯ মার্চ রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, কিন্তু তাতেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। তাই, সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে। দোলের আগে তেমন কোনো বিপর্যয়কর আবহাওয়ার পূর্বাভাস নেই।