ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়! আপনার জেলাও তালিকায়?

ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। মিগজাউমের প্রভাবে কোথায় কত বৃষ্টি হবে? রইল পূর্বাভাস। ক্লিক করে দেখে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain kolkata.jpg

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের পারদ কমছে। তবে সপ্তাহের শেষের দিকে থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে। কবে থেকে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি হবে? তা দেখে নিন।

জানা গেছে যে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। 

hiring.jpg