কাঁপিয়ে ধেয়ে আসছে শীত? ভয় ধরাবে হাড়কাঁপানো ঠান্ডার আপডেট

কি হবে আবহাওয়া?

author-image
Anusmita Bhattacharya
New Update
winter in north bengal .jpg

নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের প্রথম দুই সপ্তাহের শীত নেই। বরং বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে। তবে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এবার উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাস অনুযায়ী জানা যায় যে লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে ঠান্ডা অনুভব করতে চলেছে গোটা বিশ্বে৷ হাওয়া অফিসের রিপোর্ট বলছে যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে যাবে। নভেম্বরের ১৫ তারিখের পর থেকে উত্তুরে হাওয়ায় শীত বিরাজ করবে রাজ্য জুড়ে।

১১ নভেম্বর সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সর্বত্রই পরিষ্কার আকাশ ছিল। সকালের দিকে কুয়াশা ও ধোঁয়াশা লক্ষ্য করা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম ছিল। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে যে ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে হালকা শীত শুরু হয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় সকাল ও রাতের দিকে শীতের আমেজ।  ১৫ নভেম্বরের পর ভাল পরিমানে কমে যাবে তাপমাত্রা।