নিজস্ব সংবাদদাতা: প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। অন্তত এই মুহুর্তে রাজ্যের চিকিৎসকদের মুখে শোনা যাচ্ছে একই কথা। ‘We Want Justice’! গোটা দেশের চিকিৎসক সমাজই আজ এই আগুনে পুড়ছেন। আজও গোটা দেশের আউটডোর বন্ধ করে রেখেছে চিকিৎসকেরা। আর আজ সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম গুলির আউটডোর পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
#WATCH | Kolkata, West Bengal | Doctors and students stage a protest at RG Kar Medical College and Hospital against the rape-murder incident of a resident doctor of the hospital, which stirred nationwide protests concerning the security of doctors. pic.twitter.com/oya8hsZEOE