নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) দোষী সঞ্জয় রায়ের (Sanjay Roy) ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার মা-বাবা। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানাল তাঁরা। এই সংক্রান্ত রাজ্যের আবেদন আদৌ গ্রহণযোগ্য কি না, তা নিয়ে শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। আপাতত, রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত।
আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দিয়েছে শিয়ালদহ দায়েরা আদালত। রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে পৃথক ভাবে হাইকোর্টে। শুধুমাত্র সেই মামলার পরিপ্রেক্ষিতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছে মৃতার পরিবার।
তারপরই একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বের নিশানার সম্মুখীন হয়েছেন নির্যাতিতার পরিবার। এ নিয়ে নির্যাতিতার বাবা জানান, 'আমরা চাই, একা সঞ্জয় নন, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা সবাই সামনে আসুক। সবাই চরম শাস্তি পাক। তাই এই মামলায় আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাইছি না। বাকিটা আমাদের উকিল বলবে।'
কোর্টের উপর ভরসা আছে? নির্যাতিতার বাবা জানান, 'রাজ্যের পুলিশ আমাদের বিশ্বাস ভেঙেছে। সিবিআইও তদন্ত করতে পারেনি, সেটা নিম্ন আদালতেই দেখা গিয়েছে। আমার মেয়ের জন্য বিচার যারা দিতে পারবে, তাদের উপর আমরা আস্থা রাখব।’