আমরা আশাবাদী- জানিয়ে দিলেন আন্দোলনকারী ডাক্তাররা

কি বললেন আন্দোলনকারী ডাক্তাররা?

author-image
Aniket
New Update
ই

নিজস্ব সংবাদদাতা: নবান্নে ম্যারাথন বৈঠকের পরেও মেলেনি সমাধানসূত্র। নিনিটস্ নিয়ে সমস্যার জেরে তৈরি হয়েছে সমালোচনা। তবে মুখ্যসচিবের তরফে মেল করতে বলা হয়েছে বলে জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে। আর এই মেল নিয়ে আশাবাদী জুনিয়র ডাক্তাররা। তারা আন্দোলন স্থল থেকে জানিয়েছেন, তারা আজকের বৈঠক নিয়ে আশাহত হয়েছেন।

ড

কিন্তু কাল সকালে জুনিয়র ডাক্তারদের করা মেল নিয়ে সঠিক পথ আসবে বলে মনে করছেন তারা। তারা স্পষ্ট করেছেন, বিভিন্ন ক্ষেত্রে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য ভবনের থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তার বলেছেন, "ভেবেছিলাম প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের দাবি শুনছে, তবে কার্যবিবরণীতে দেখলাম, সেই সব কথা লেখা নেই"।