নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে বৃহস্পতিবার তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২৮ ডিসেম্বর কলকাতার আকাশ মেঘহীন থাকবে বলেই জানাল আলিপুর হাওয়া অফিস।
আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে আছড়ে পড়তে পারে বলে জানাল মৌসম ভবন। এর জেরে আবার উত্তর এবং মধ্য ভারতে বৃষ্টি হতে পারে। আর তার ফলে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া।