নিজস্ব সংবাদদাতা: গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা গত কয়েকদিনে অনেকটাই কমে গিয়েছে। কলকাতার পারদ নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। আসানসোল, অশোকনগরে রাতের পারদ ১২ ডিগ্রির কাছাকাছি। শ্রীনিকেতনে ১১ ডিগ্রির ঘরে তাপমাত্রা। বর্ধমানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দমদম, হাওড়ায় তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘর ছুঁয়েছে।
আগামিকাল দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। পরশুদিন দার্জিলিং জেলায় তুষারপাত হতে পারে। বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্কই থাকতে পারে। এরপর বৃহস্পতি এবং শুক্রবার উত্তরের সব জেলার আবহাওয়াই মোটের ওপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।