নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আজ দুপুর ২ টো ৩০ মিনিটে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। দেড় ঘণ্টা পর থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে 'র্যাঙ্ক কার্ড' ডাউনলোড করতে পারবেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি ডিগ্রি কোর্সে ভর্তির জন্য চলতি বছরের ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এবার ১.২৪ লাখের বেশি পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। মোট ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।