নিজস্ব সংবাদদাতা: ভোটের আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হল। ইদের আগেই সরকারি কর্মচারীদের ১৩.২ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকারের অর্থ দফতর। রাজ্য সরকারের তরফে জানানো হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ৭০০ টাকা বাড়ানো হয়েছে।
নবান্নের তরফে জানানো হয়েছে যে এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা বাবদ ৫,৩০০ টাকা পেতেন। এবার সেটা ৭০০ টাকা বাড়িয়ে দেয় হয়েছে। অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা ৬,০০০ টাকা পাবেন বলে নবান্ন জানিয়ে দিয়েছে। তবে সব রাজ্য সরকারি কর্মচারীরা সেই উৎসব ভাতা পাবেন না। নবান্নের তরফে জানানো হয় যে যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ৪২,০০০ টাকার কম, তাঁরাই উৎসব ভাতা পেতে পারেন। অর্থাৎ যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ৪২,০০০ টাকা কম, তাঁদেরই উৎসব ভাতা বাবদ ৬,০০০ টাকা প্রদান করা হবে বলে নবান্ন জানিয়েছে।