নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণ, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আজ আরজি করের ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযান। যদিও এই অভিযানকে আগেই বেআইনি বলে দিয়েছে পুলিশ। কিন্তু তারপরও নিশ্ছিদ্র ব্যবস্থা রয়েছে সর্বদিকে। এতো সবের মাঝে নবান্ন অভিযান নিয়ে এবার ভিডিও বার্তা দিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাফ ভাষায় তিনি এদিন এই অভিযানকে কার্যত সমর্থন জানিয়েছেন।
তাঁর কথায়, “শান্তিপূর্ণ মিছিলে কোনও বাধা পুলিশ দিতে পারে না। এটা কোনও রাজনৈতিক মিছিল নয়। একটা ঘটনার প্রতিবাদে মিছিল। আর সুপ্রিম কোর্টও বলে দিয়েছে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনও হস্তক্ষেপ করতে পারবে না। অতএব পুলিশের আজ বাধা দেওয়া উচিত নয়”।