নিজস্ব সংবাদদাতা: ১ নভেম্বর রাজ্যপাল হিসেবে তার দুই বছর পূর্তি। রাজ্যের সাথে সম্পর্ক প্রথমে ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন রাজ্যপাল। তার মাঝেই একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। কখনো ঝাঁপিয়ে পড়েছেন বন্যা আক্রান্তদের বাঁচাতে আবার কখনো পৌঁছে গিয়েছেন চোপড়ায় নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াতে। এবার বর্ষপূর্তিতে বিশেষ পরিকল্পনা রাজ্যপালের।
আরজিকর হাসপাতালে অভয়া ধর্ষণ হত্যার ঘটনায় ‘অভয়া প্লাস প্রকল্প’ চালু করেছে রাজভবন। মেয়েদের আত্মরক্ষার্থে এবং বিশেষ প্রশিক্ষণ দিতে এই কর্মশালা আয়োজিত হবে। ‘দুয়ারে সরকার’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ রাজ্যবাসীকে শোনানোর জন্য এক নতুন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। যার নাম দিলেন ‘জন কি বাত’।
এদিন রাজভবনে ‘আপনা ভারত জগতা বেঙ্গলি’ অন্তর্গত আর্থসামাজিক কার্যক্রমের সূচনা হয়। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাতে তিনি এক নতুন প্রকল্পের উদ্ভাবন করেছেন যার নাম ‘ফাইল টু ফিল্ড প্রোগ্রাম’। এছাড়া ক্যাম্পাসে রাজ্যপাল প্রকল্পের মাধ্যমে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় নিয়মিত পরিদর্শন করবেন তিনি।
বাংলার প্রতিভাশালী অথচ দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের রাজ্যপালের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হবে আর্থিক স্কলারশিপ। রাজভবনের কার্যকালে দুই বছর পূর্তি উপলক্ষে এদিন নানান অনুষ্ঠানের আয়োজন করেন রাজ্যপাল। তিনি বলেন, নয়টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সাধারণ মানুষের জন্য। রাজ্য জুড়ে আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ প্রসঙ্গে এদের মত ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করার অধিকার রয়েছে বলেও জানান রাজ্যপাল। একই সঙ্গে মেয়েদের নিরাপত্তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।