নিজস্ব সংবাদদাতা: প্রথম থেকেই তিনি বলে এসেছিলেন তিনি জনতার রাজ্যপাল। আর গত ২ বছরে একদিনও নিজের সেই কথার থেকে সরেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিবারই জনতার সমস্যায় ছুটে গিয়েছেন তিনি। গ্রাউন্ড জিরোতে পৌঁছে নিজে খতিয়ে দেখেছেন পরিস্থিতি। আর এবার ঘূর্ণিঝড় মোকাবিলাতেও মাঠে-ময়দানে নেমে পড়লেন রাজ্যপাল।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলাতে এবার বৃষ্টি মাথায় নিয়েই ঝড় বিধ্বস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের অন্দরেই গতকালের ঝড়ে ভেঙে পড়েছে সুবিশাল গাছ। আজ বৃষ্টি মাথাতেই শুরু হয়েছে সেই গাছ কাটার কাজ। রাজ্যপাল নিজেও এসে সেই পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন কাঠুরেদের সাথে। একই সাথে শহরের কোথায় কোথায় কি পরিস্থিতি রয়েছে সেদিকেও নজর রাখছেন তিনি।