নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোট বাংলার বেশ কিছু আসনে। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলার দুই আসন। সেখানে ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল মুর্শিদাবাদ জেলাশাসকের দফতর।
ভোটের দিন এবং তার আগের দিন সকল ভোটকর্মীদের জন্য বরাদ্দ খাদ্যের চার্ট সামনে এল। দামের উল্লেখও করা আছে তাতে। সকালের জলখাবারে ৬টি পদ থাকছে। জ্যাম বা মাখনের সঙ্গে চার পিস ব্রেড- ৩০ টাকা। ৪ পিস লুচি আর সবজি- ৩০ টাকা। ৪ পিস পকোড়া, চানাচুর, শসা দিয়ে মুড়ি- ৩০ টাকা। ১০০ গ্রাম দই-চিরে- ৩০ টাকা। সেদ্ধ ডিম প্রতি পিস- ১০ টাকা, ভাজা ডিম- ১৫ টাকা।
দুপুরের খাবারে নিরামিষ থালি পাবেন ৬০ টাকায়। ডিম ভাত- ৭৫ টাকা। মাছ ভাত- ৮০ টাকা। রাতে রুটি প্রতি পিছু ৫ টাকা আর সবজি ৩০ টাকা। ২ পিস ডিমের ঝোল- ৩০ টাকা। লাল চা- ৫ টাকা। দুধ চা- ৭ টাকা। কফি- ১২ টাকা। দই- ১৫ টাকা। বিস্কুট- ৩ টাকা।