ভোটের মধ্যে বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ আপডেট! জারি হল বিজ্ঞপ্তি

ভোটের দিন এবং ভোটের আগের দিন সকল ভোটকর্মীদের জন্য খাবারের চার্ট প্রকাশ করা হল।

author-image
Anusmita Bhattacharya
New Update

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোট বাংলার বেশ কিছু আসনে। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলার দুই আসন। সেখানে ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল মুর্শিদাবাদ জেলাশাসকের দফতর।

voters up.jpg

ভোটের দিন এবং তার আগের দিন সকল ভোটকর্মীদের জন্য বরাদ্দ খাদ্যের চার্ট সামনে এল। দামের উল্লেখও করা আছে তাতে। সকালের জলখাবারে ৬টি পদ থাকছে। জ্যাম বা মাখনের সঙ্গে চার পিস ব্রেড- ৩০ টাকা। ৪ পিস লুচি আর সবজি- ৩০ টাকা। ৪ পিস পকোড়া, চানাচুর, শসা দিয়ে মুড়ি- ৩০ টাকা। ১০০ গ্রাম দই-চিরে- ৩০ টাকা। সেদ্ধ ডিম প্রতি পিস- ১০ টাকা, ভাজা ডিম- ১৫ টাকা।

 Lok Sabha elections 2024: Is polling day a 'paid holiday' for employees?  What the Constitution of India states | Mint

দুপুরের খাবারে নিরামিষ থালি পাবেন ৬০ টাকায়। ডিম ভাত- ৭৫ টাকা। মাছ ভাত- ৮০ টাকা। রাতে রুটি প্রতি পিছু ৫ টাকা আর সবজি ৩০ টাকা। ২ পিস ডিমের ঝোল- ৩০ টাকা। লাল চা- ৫ টাকা। দুধ চা- ৭ টাকা। কফি- ১২ টাকা। দই- ১৫ টাকা। বিস্কুট- ৩ টাকা।   

Add 1