নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাতভর দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের জেরে আজ সারাদিন রাজ্যের জেলায় জেলায় চলেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।
/anm-bengali/media/media_files/7YAdcq0U2TR8vQcXdNBh.jpg)
কলকাতা শহরেও ঝড়বৃষ্টির প্রভাব পড়েছে। প্রবল বৃষ্টির জেরে কলকাতার একাংশে জল জমে গেছে। প্রবল ঝড়বৃষ্টিতে কলকাতার লেক গার্ডেন এবং মিন্টো পার্ক অঞ্চলে ব্যাপক পরিমাণে জল জমে গেছে। দেখুন সেই এলাকার দৃশ্য –
/anm-bengali/media/media_files/oPx1qBYO6pgaIoVAkSxU.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)