তৃণমূল আমলে সবকিছুতেই জল,  মুখ্যমন্ত্রীর জন্ম তারিখেও জল দেখছি, - "আমি জানি ওটা আমার বার্থডে নয়"- মুখ্যমন্ত্রীর ভিডিও সামনে এনে মুখ্যমন্ত্রীকে নিশানা বঙ্গ বিজেপি নেতার

কি বললেন মূখ্যমন্ত্রীকে?

author-image
Aniket
New Update
sadsdds

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী জন্ম তারিখ নিয়ে তাকে নিশানা করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মুখ্যমন্ত্রীর একটি ভিডিও সামনে এনেছেন তিনি। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, "আমি জানি ওটা আমার বার্থডে নয়"। তার প্রেক্ষিতে তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, "তৃণমূল আমলে সবকিছুতেই জল,  মুখ্যমন্ত্রীর জন্ম তারিখেও জল দেখছি"। রইল তরুণজ্যোতি তিওয়ারির করা সেই ট্যুইট।