নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইন ঘিরে দেশজুড়ে বাড়ছে প্রতিবাদের সুর। সেই প্রতিবাদের আঁচ এসে পড়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার শহরের রামলীলা ময়দানে বিশাল জমায়েত করল জমিয়ত উলামায়ে হিন্দ।
রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন। সমাবেশস্থল ও তার আশপাশের এলাকায় জনস্রোতের চাপে কার্যত অচল হয়ে পড়ে কলকাতার কেন্দ্রস্থল।
সকাল থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। বিশেষ করে ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত এলাকায় চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসযাত্রী - সবাইকেই পড়তে হয় চরম দুর্ভোগে।
/anm-bengali/media/media_files/2025/04/10/7TrEyEuA8vDV38hRONVK.webp)
এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সমাবেশে বলেন, “এই আইন সংখ্যালঘুদের অধিকার হরণ করে। আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি এবং চাই এই আইন বাতিল হোক”। সমাবেশ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে দেশজুড়ে আরও বড় আন্দোলনে নামবে জমিয়ত। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে সংগঠনটির তরফে প্রতিবাদ শুরু হয়েছে।