ট্রাম্পের কাছে আকুতি: গাজার ইসরায়েলি বন্দীদের মুক্ত করুন
বিদ্যুৎ বিভ্রাটের জেরে স্পেনে জরুরি নিরাপত্তা, মোতায়েন ৩০,০০০ অতিরিক্ত পুলিশ
রেড সাগরে ৬০ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান হারাল নৌবাহিনী
জেলেনস্কি : যুদ্ধবিরতি আর বিলম্ব নয় — মানবতার পক্ষে এখনই ৩০ দিনের শান্তি প্রতিষ্ঠা করা দরকার
ট্রাম্পকে কে ভালো সামলাবে? ক্যার্নি না পইলিভর? কানাডায় রাজনৈতিক উত্তেজনা চরমে
ব্রেকিং : বিদ্যুৎ বিভ্রাটে দেশজুড়ে অচল হয়ে গেল সরকারি ওয়েবসাইট!
Big Breaking : ৯৬ টি ফ্লাইট বাতিল! এই মুহুর্তের বড় খবর
স্পেন-পর্তুগালের রাস্তায় বিশৃঙ্খলা— বিদ্যুৎ বিভ্রাটে ধুঁকছে পরিবহন ব্যবস্থা
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ সপ্তাহ— মার্কো রুবিও

ওয়াকফ আইনের বিরোধীতায় রাজপথ দখল সংখ্যালঘুদের

একাধিক রাজ্যে সংগঠনটির তরফে প্রতিবাদ শুরু হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
wafq protest

File Picture

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইন ঘিরে দেশজুড়ে বাড়ছে প্রতিবাদের সুর। সেই প্রতিবাদের আঁচ এসে পড়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার শহরের রামলীলা ময়দানে বিশাল জমায়েত করল জমিয়ত উলামায়ে হিন্দ।

রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন। সমাবেশস্থল ও তার আশপাশের এলাকায় জনস্রোতের চাপে কার্যত অচল হয়ে পড়ে কলকাতার কেন্দ্রস্থল।

সকাল থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। বিশেষ করে ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত এলাকায় চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসযাত্রী - সবাইকেই পড়তে হয় চরম দুর্ভোগে।

Road-block-2-768x512

এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সমাবেশে বলেন, “এই আইন সংখ্যালঘুদের অধিকার হরণ করে। আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি এবং চাই এই আইন বাতিল হোক”। সমাবেশ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে দেশজুড়ে আরও বড় আন্দোলনে নামবে জমিয়ত। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে সংগঠনটির তরফে প্রতিবাদ শুরু হয়েছে।