নিজস্ব সংবাদদাতা: চিনে আবার ছড়িয়েছে নতুন রোগ। এর জেরে আবার ভারতের ৬টি রাজ্যে অ্যালার্ট জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে চিনে বহু শিশুর মধ্যে শ্বাসকষ্টের সমস্যা ছড়িয়ে পড়েছে। ফলে ভারত সরকার ৬টি রাজ্যে সতর্কতা জারি করে দিয়েছে। রাজস্থান, কর্ণাটক, গুজরাট, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং হরিয়ানায় অ্যালার্ট জারি করা হল। চিনে শিশুদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভারতের এই রাজ্যগুলির হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসা রোগীদের দ্রুত মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটক সরকারও রাজ্যের জনগণকে মরশুমি ফ্লু সম্পর্কে সচেতন করে দিয়েছে। এছাড়াও, মরশুমি ফ্লুর লক্ষণ, ঝুঁকির কারণ এবং কী কী করণীয় তার একটি তালিকা সামনে আনা হয়েছে।