নিজস্ব প্রতিবেদন : আরজিকর মেডিকেল কলেজ হোক কিংবা সাগর দত্ত বা ন্যাশনাল মেডিকেল কলেজ, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে বারবারই উঠছে প্রশ্ন। সাগর দত্ত মেডিকেল কলেজের পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের উপর নিগ্রহের অভিযোগ উঠল এক রোগী ও তার পরিবারের বিরুদ্ধে। রোগী সহ দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, ন্যাশনাল মেডিকেল কলেজে ভোরবেলা এক মদ্যপ পেশেন্ট ও পেশেন্ট পার্টি কম করে প্রায় ১০ জন এবং সঙ্গে ছিল মহিলা, এক্ষুনি চিকিৎসা চাই এই দাবি করতে থাকে। এর সাথে চলে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি। দলবল নিয়ে জুনিয়র ডাক্তারদের ওপরে চড়াও হয় তারা। সেই সময় কোনো সিকিউরিটি পুলিশ পারসেন কেউ সাহায্য করতে এগিয়ে যায়নি জুনিয়র ডাক্তারদের। এরপর জুনিয়ার ডাক্তারদের একেবারে এমার্জেন্সি থেকে ওয়ার্ডে কোনঠাসা করে দেওয়ার পর পেশেন্ট পার্টি নিজেরাই ওয়ার্ড থেকে বেরিয়ে ওটির দিকে ছুটে যায় কারণ পেশেন্টের হাতে গভীর ক্ষত ছিল, ওটির প্রয়োজন ছিল তাই।
এরপর পুলিশি পেসেন্ট পার্টিকে আটকায়। পেশেন্ট পার্টিকে ওটির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তারপর ওটিতে যতক্ষণ পেশেন্টের চিকিৎসা হয় বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে। পেশেন্টের চিকিৎসা শেষ হলে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্থানীয় থানায় এফ আই আর দায়ের করা হয়। এরপর বেনিয়াপুকুর থানা থেকে পুলিশ এসে ওই রোগী এবং বিক্ষোভকারীদের মধ্যে থাকা আরো দুজনকে গ্রেফতার করে। জুনিয়র ডাক্তাররা জানায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।