বিনীত গোয়েলের পদত্যাগ-ধর্নায় জুনিয়র চিকিৎসকরা! পালিয়ে গেলেন পুলিশ কমিশনার

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
vineet goyal mamata bnerjee

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। তিলোত্তমার ঘটনার প্রতিবাদে সোমবার লালবাজার অভিযান করে জুনিয়র চিকিৎসকরা। আরজি করের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। তবে লালবাজারে যাওয়ার আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় প্রতিবাদীদের। যার জেরে কার্যত ক্ষুব্ধ হয়ে জুনিয়র চিকিৎসকরা ব্যারিকেডের উল্টো দিকে বসে পড়েন। কুশপুতুল পোড়ানো হয় বিনীত গোয়েলের। এসবের মধ্যে সোমবার রাতে লালবাজার থেকে মাত্র ৮০০ মিটার দূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপরে যখন আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা যখন দাবি তুলছেন পুলিশ কমিশনারেরকে দেখা করতে হবে। তখন কার্যত নিরুত্তাপ পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানা যায়, দু’টি পাইলট কার নিয়ে সোমবার ৯:১৫ মিনিট নাগাদ লালবাজার থেকে বেরিয়ে গেলেন বিনীত গোয়েল।