নিজস্ব সংবাদদাতা : আর জি কর মেডিক্যালের ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে বিচার পর্ব শুরু হয়েছে। গত সোমবার, আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে এবং এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ আজ মামলার বিচার শুরু হয়। প্রিজ়ন ভ্যানে আদালতে যাওয়ার সময় সঞ্জয় চিৎকার করে দাবি করেন যে তাকে ফাঁসানো হয়েছে এবং ডিসি স্পেশাল বিনীত গোয়েল ও তার সহকর্মীরা এই ষড়যন্ত্রে জড়িত। সঞ্জয়ের অভিযোগ, "আমাকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ।"
তিনি আরও বলেন, দীর্ঘ সময় চুপ থাকার পর তিনি সত্যি কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তাকে কখনোই সঠিকভাবে বলতে দেওয়া হয়নি। সঞ্জয়ের দাবি, সরকার এবং পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপিয়ে তাকে জোর করে দোষী করার চেষ্টা করছে।
আজ আদালতে নিহত চিকিৎসকের বাবা ও প্রতিবেশী আদালতে সাক্ষ্য দেন। বিচার কার্যক্রম শুরু হওয়ার পর, শিয়ালদহ আদালতে প্রায় ৩ ঘণ্টা ধরে সাক্ষ্যগ্রহণ চলেছিল। আগামীকাল, ১২ অক্টোবর, ২ জন জুনিয়র ডাক্তার সাক্ষী হিসেবে উপস্থিত হবেন। এই মামলায় সঞ্জয়ের বক্তব্য প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে, যা তদন্তের পর আরও জটিল হতে পারে।