রাতে ৬ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন দিকে গাড়ি যাবে?

এর আগেও একবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা নিয়ে। এবার আবার আজ রাতে টানা ৬ ঘণ্টা আংশিক বন্ধ বিদ্যাসাগর সেতু।

author-image
Anusmita Bhattacharya
New Update
vidyasagarsetu

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াত করবেন আজ? তাহলে আজ সমস্যায় পড়তে হবে আপনাকে। সোমবার রাত ১২টার পর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুতে। আজ রাত ১২টা থেকে আগামিকাল ভোর ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর হাওড়াগামী ফ্ল্যাঙ্ক বন্ধ করে দেওয়া হবে। তবে এই নিয়ম শুধুমাত্র পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে। রাতের এই ছয় ঘণ্টা পণ্যবাহী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে স্ট্র্যান্ড রোড হয়ে হয়ে হাওড়া ব্রিজ হয়ে পাস করতে হবে। তবে পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনও বাধা থাকছে না।

আপাতত ট্রায়াল রান হিসেবে পণ্যবাহী গাড়ির জন্য এই পরিবর্তিত রুটকে ব্যবহার করা হবে। ট্রায়াল রানের ফল দেখে তারপর আবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর মেরামতি ও সংস্কারের কাজের জন্য আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এই ট্রায়াল রান পরিচালনা করা হচ্ছে। বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজের জন্য বেশ কিছুদিন সেতুর উপর দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সেক্ষেত্রে এই ট্রায়াল রানের থেকে কী ফলাফল আসছে, তার উপর ভিত্তি করে লালবাজার সিদ্ধান্ত নিতে চলেছে যে কবে থেকে বিদ্যাসাগর সেতু মেরামতির জন্য বন্ধ রাখা হবে।

hiring.jpg