নিজস্ব সংবাদদাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিস্ফোরণ। ঢুকে পড়ল জঙ্গিরা। অপহরণ করা হয়েছে ভিআইপিকে। উদ্ধারে নেমে পড়েছে সেনা। ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি। তাদেরকে ঘিরে রেখেছে জঙ্গিদল!
একেবারে রুদ্ধশ্বাস অভিযান। বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা। যেকোনো মুহূর্তে গুলি চালানো হবে। খাস কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি তবে জঙ্গি হানা? রোম হর্ষক এই ঘটনা ঘটেছে আজ। মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেলের বিখ্যাত গম্বুজের পিছনে দাউ দাউ করে আগুন জ্বলেছিল ২৬/১১ তে। সেই দৃশ্য মনে রেখেছে গোটা বিশ্ব। ১৪ বছর পর সেই দৃশ্যের পুনর্নির্মাণ করা হল।
ভারতীয় সেনা ভারতীয় নেভির মার্কোস কম্যান্ড, এনএসজি কম্যান্ড যৌথভাবে উদ্ধার কার্যে নেমেছিল। আর ঠিক সেই ঘটনার এক মহড়া আয়োজন করা হয় কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। মহড়ায় দেখা যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে। জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক। বেশ কয়েকজনকে আটকে রেখেছেন জঙ্গিরা।
রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই চলে। জঙ্গিদের হাত থেকে ভারতীয় সেনাবাহিনী রক্ষা করেন ভিআইপিদের। নাম দেওয়া হয়েছে সি ভিজল। বিস্ফোরণ ঘটলে ঠিক আপদকালীন কি কি ব্যবস্থা নেওয়া হবে সেই সবও এদিন মহড়া করে দেখায় ভারতীয় সেনা বাহিনী। জঙ্গিরা কোনও কারনে আক্রমণ চালালে কিভাবে প্রতিহত করা হবে তার সবটাই দেখানো হয় এদিন। উপস্থিত ছিলেন আর্মি নেভি সিআইএসএফের আধিকারিকরা।