নিজস্ব প্রতিবেদন : জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স পুজো উদ্যোক্তাদের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছে, যাতে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও মণ্ডপে মণ্ডপে চালানোর আবেদন জানানো হয়েছে। পুজোর সময় 'দ্রোহ মঞ্চ ও শপথ কোণ' তৈরি করে বিচারের দাবিতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে ডাক্তাররা।
অন্যদিকে, আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের অনশন মঞ্চে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে এবং ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।" ১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ করেছেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়র চিকিৎসকরা তাঁদের সমর্থনে রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।
অডিও বার্তায় নির্যাতিতার বাবা জানান, "গত ৯ অগাস্ট আমার মেয়ে চলে গেছে। কিন্তু আজ আমার পরিবার অনেক বড় হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। আমার মেয়ে সুবিচার পাবে, এটাই আমার কামনা।" নির্যাতিতার মা বলেন, "আমি আপনাদের অভয়া বা তিলোত্তমার মা বলছি। আমার মেয়ের পুজোর পরিকল্পনা ছিল, কিন্তু তার সব কিছু শেষ হয়ে গেছে। আপনারা যেন তাঁর জন্য আন্দোলন চালিয়ে যান।"
এই উদ্যোগের মাধ্যমে ডাক্তাররা দাবি করছেন, পুজোর সময় সকলেই যেন নির্যাতিতার জন্য বিচার প্রার্থনা করেন এবং অসুর নিধনের জন্য মায়ের কাছে প্রার্থনা করেন।