BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় কোনও ঘোষণা ? ফের প্রেস ব্রিফিং আজ বিকেল ৫টা ৩০মিনিটে
ভারত পাকিস্তান উত্তেজনায় পাঞ্জাব জুড়ে আতঙ্কের পরিবেশ! নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করতে শুরু করেছে স্থানীয়রা
কেন ভারতের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করল না পাকিস্তান! পাক প্রতিরক্ষা মন্ত্রীর আজব যুক্তিতে হেসে ফেটে পড়ল বিশ্ব
হাতে অর্থ নেই! IMF-এর কাছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজের আবেদন পাকিস্তানের
আইপিএল আপাতত বন্ধ, জানালো বিসিসিআই
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে! নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতির সম্ভাবনা নেই বলে আশ্বাস সরকারের

উৎসবে বাড়িতে আর প্রদীপ জ্বলবে না! পঞ্চমী থেকে দশমী অবধি ধরনায় বসবেন নির্যাতিতার বাবা

দুর্গা পুজোর পঞ্চমী থেকে দশমী অবধি ধরনায় বসবেন নির্যাতিতার বাবা-মা।

author-image
Tamalika Chakraborty
New Update
rg kar statue

নিজস্ব সংবাদদাতা: বাংলায় কারা উৎসবে ফিরবেন, আর কারা উৎসবে ফিরবেন না, তাঁরা জানেন না। তাঁরা শুধু জানেন, তাঁদের মেয়ে কোনওদিন ফিরবে না। তাঁরা জানেন, কোনও উৎসবে তাঁদের বাড়িতে আর আলো জ্বলবে না। ঢাকবে বাজবে না। মা দুর্গার আরাধোনা হবে না। পঞ্চমী থেকে দশমী ধরনা করবেন বলে জানালেন আরজি করে নির্যাতিতার বাবা-মা। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা-মা বলেন,  ' আমরাও অবস্থান করব। এত লোক যদি আমাদের জন্য রাস্তায় নামতে পারে, আমরা কেন নামতে পারব না। কী অসুবিধা আছে। আমরাও সামনে একটা মঞ্চ বানিয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত থাকব।  তারাও (ডাক্তাররা) আসবেন বলেছেন। আমাদের এখানে মেডিক্যাল ক্যাম্প বানাবেন বলেছেন।' নিহত চিকিৎসকের মা বলেছেন, "৮ তারিখে আমার মেয়ের ডিউটি ছিল। ৯ তারিখে আমার মেয়ের মৃত্যুর খবর আসে।  আমাদের হাসপাতালে বসিয়ে রেখে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। দর্শক হিসেবে আমরা শুধু দেখে গিয়েছিলাম। আমাদের মতো কোনও বাবা-মাকে যেন এসব দেখে হয়।  প্রশাসন কাউকে বাঁচানোর জন্য এসব কাজ করছেন। প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক।"
 
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে নির্যাতিতার বাবা-মা বলেন, "থ্রেট কালচার এখনও চলছে। সমস্ত অভিযুক্তরা ধরা পড়েনি। এই পরিস্থিতিতে ওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, আমি চাই না, আর কারও সঙ্গে সেটা হোক।"

 tamacha4.jpeg